এক দফা দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছেন শিক্ষার্থীরা। রোববার (৪ আগস্ট) সকাল ১০টার পর থেকে বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা নিউমার্কেট মোড়ে আসতে শুরু করেন।
সরেজমিন দেখা যায়, নিউমার্কেট গোলচত্বরে অবস্থান নিয়ে পুরো সড়ক অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। এ সময় তারা সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি খুব একটা লক্ষ্য করা যায়নি। এই রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে এখনে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।