খেলাধুলা

পুরুষ এবং নারী দলের হয়ে পদক জিতে অনন্য রেকর্ড গড়লেন ফিল্ডম্যান

অলিম্পিকের ইতিহাসে পুরুষ এবং নারী উভয় দলের হয়ে পদক জিতে অনন্য রেকর্ড গড়েছেন গ্রেট ব্রিটেনের অ্যাথলেট হেনরি ফিল্ডম্যান। ২০২১ টোকিও অলিম্পিকে তিনি ব্রিটেনের পুরুষ দলের হয়ে রোয়িংয়ে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। আর ২০২৪ প্যারিস অলিম্পিকে নারী দলের হয়েও রোয়িংয়ে ব্রোঞ্জ পদক জিতে গড়লেন অনন্য রেকর্ড।

তবে তিনি কোনো ট্রান্সজেন্ডার নন। তাহলে কিভাবে জিতলেন? ২০১৭ সালে আন্তর্জাতিক রোয়িং ফেডারেশন একটি পরিবর্তন আনে। কক্স স্টিয়ার (নৌকার হাল ধরেন যিনি) হিসেবে নারী দলে পুরুষ কিংবা পুরুষ দলে নারী খেলতে পারবেন। সেই নিয়ম মেনে তিনি ২০২০ অলিম্পিকে পুরুষ দলের হয়ে এবং ২০২৪ অলিম্পিকে নারী দলে কক্স স্টিয়ার হয়ে খেলে পদক জিতে ব্রোঞ্জ পদক। তাতে হয়ে যায় অনন্য রেকর্ড।

৩৬ বছর বয়সী ফিল্ডম্যানকে ব্রিটেনের সেরা কক্স স্টিয়ার হিসেবে বিবেচনা করা হয়। তাইতো নারী দলের হাল ধরার জন্যও তাকেই নির্বাচন করে গ্রেট ব্রিটেন।

নারী ও পুরুষ দলের হয়ে পদক জিতে ফিল্ডম্যান বলেন, ‘এটা খুবই আনন্দের বিষয়। আমাদের জীবনে অনন্য এক সম্মান। ২০১৭ সালে এই পরিবর্তনটি আনার পরে আমি ভেবেছিলাম কেউ না কেউ এমন রেকর্ড গড়বে। এটি এখন আমারই সঙ্গেই হলো।’

নারীদের রোয়িংয়ে রোমানিয়া স্বর্ণ ও কানাডা জিতে রৌপ্য।