আসন্ন শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। ইনজুরির কারণে দল থেকে ছিটকে গেছেন ওপেয়ার জ্যাক ক্রুলি। তার জায়গায় নতুন মুখ হিসেবে দলে এসেছেন ড্যান লরেন্স। এই সিরিজে প্রথমবার টেস্ট দলে সুযোগ পেলেন জর্ডান কক্স।
রোববার (৪ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
এই সিরিজে শুধু ক্রুলিই ছিটকে যাননি। তার সঙ্গে কপাল পুড়েছে ডিলন পেনিংটনের। ‘দা হান্ড্রেড’ টুর্নামেন্টে খেলার সময় হ্যামস্ট্রিং চোটে পড়েছেন এই ফাস্ট বোলার। তার জায়গায় সুযোগ পেয়েছেন অলি স্টোন।
গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এজবাস্টন টেস্টে স্লিপে দাঁড়িয়ে একটি ক্যাচ নেওয়ার সময় ডান হাতের কনিষ্ঠ আঙুলে ব্যথা পান ক্রুলি। পরে পরীক্ষানিরীক্ষায় চিড় ধরা পড়লে ‘দা হান্ড্রেড’ ও শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যান ২৬ বছর বয়সী ওপেনার।
ওপেনিংয়ে সুযোগ পাওয়া লরেন্স জাতীয় দলের হয়ে সবশেষ ২০২২ সালে মাঠে নেমেছিলেন। স্কোয়াডে ব্যাকআপ ব্যাটসম্যান হিসেবে থাকছেন ২৩ বছর বয়সী কক্স। এসেক্সের হয়ে চলতি মৌসুমে দারুণ ছন্দে আছেন এই তরুণ। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ১২ ইনিংসে ৬৯.৩৬ গড়ে ৩ সেঞ্চুরিতে করেছেন ৭৬৩ রান।
ওল্ড ট্র্যাফোর্ডে আগামী ২১ অগাস্ট শুরু হবে প্রথম টেস্ট। পরের দুই ম্যাচ যথাক্রমে ২৯ অগাস্ট ও ৬ সেপ্টেম্বর থেকে শুরু।
ইংল্যান্ড স্কোয়াড: বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, ড্যান লরেন্স, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, জর্ডান কক্স, জেমি স্মিথ, ক্রিস ওকস, মার্ক উড, গাস অ্যাটকিনসন, শোয়েব বাশির, ম্যাথু পটস, অলি স্টোন।