পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) হ্যাক হওয়া ওয়েবসাইট স্বাভাবিক অবস্থায় ফিরেছে। হ্যাকাররা ওয়েবসাইট পুরোপুরি হ্যাক করতে পারেনি এবং কোনো ক্ষতি করতে পারেনি।
সোমবার (৫ আগস্ট) বিএসইসি’র নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেছেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে বিএসইসি’র ওয়েবসাইট হ্যাক করা হয়েছে। তবে, বিএসিইসি’র আইটি টিম দ্রুত ব্যবস্থা নেয়। এখন ওয়েবসাইট স্বাভাবিক আছে। হ্যাকাররা ওয়েবসাইট পুরোপুরি হ্যাক করতে পারেনি। তারা ওয়েবসাইটটির কোনো ক্ষতি করতে পারেনি।
জানা গেছে, সোমবার রাতে বিএসইসি’র ওয়েবসাইট www.sec.gov.bd হ্যাক হয়ে যায়। রাতে ওয়েবসাইটে প্রবেশ করলে দেখা যায়, হ্যাকড বাই স্টুডেন্ট-সম্বলিত একটি ছবি ঝুলিয়ে রাখা হয়েছে। সেই ছবিটি বৈষম্যবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীদের।