সারা বাংলা

পটুয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ 

পটুয়াখালী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। সোমবার (৫ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত জেলার বাস স্ট্যান্ডগুলো থেকে রাজধানী ঢাকার দিকে ছেড়ে যায়নি কোনো বাস। এমনকি বন্ধ রয়েছে কাউন্টারগুলো। ফলে বিভিন্ন গন্তব্যে যেতে ইচ্ছুক যাত্রীরা ভোগান্তিতে পড়েন। তবে, অভ্যন্তরীণ রুটে স্বল্প পরিসরে চলাচল করছে মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি চালিত অটোরিকশা ও ব্যাটারি চালিত রিকশা। 

পটুয়াখালী চৌরাস্তা এলাকায় দাঁড়িয়ে থাকা সাহাদাত হোসেন বলেন, ‘আমার স্ত্রী অসুস্থ। তিনি পটুয়াখালী হাসপাতালে ভর্তি রয়েছেন। রাতে আমিও হাসপাতালে ছিলাম। আজ কলাপাড়া যেতে বাসের জন্য দাঁড়িয়ে আছি। এক ঘণ্টা ধরে দাঁড়িয়ে থেকেও বাস পাইনি। বৃষ্টি হচ্ছে। মোটরসাইকেলে যাওয়ার ইচ্ছা ছিল। তবে, মোটরসাইকেলের চালকরা কলাপড়া পর্যন্ত যেতে দ্বিগুণ ভাড়া চাচ্ছেন।’ 

পটুয়াখালী পৌর শহরের রিকশা চালক ছাবের আলী বলেন, ‘আজ সকালে খুব কম সংখ্যক দোকানপাট খুলেছে। বাজারে মানুষ জনের আনাগোনা ছিল অনেক কম। তাই আমাদের ইনকাম অনেক কম হচ্ছে।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, পটুয়াখালী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন।’