আওয়ামী লীগ সরকারের পতনের পর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, এ মুহূর্ত থেকে আর কোথাও আগুন জ্বলবে না। সোমবার (৫ আগস্ট) রাতে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন তিনি।
আব্দুল হান্নান মাসুদ দাবি করেছেন, সাম্প্রদায়িক হামলার সঙ্গে আন্দোলনকারী ছাত্র-জনতার সম্পর্ক নেই। ছাত্র-জনতা যেভাবে ফ্যাসিস্ট সরকারকে মোকাবিলা করেছে, সেভাবেই সাম্প্রদায়িক হামলাকারীদের মোকাবিলা করবে।
তিনি অভিযোগ করেন, পরাজিত গোষ্ঠী সাম্প্রদায়িক হামলা করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়।
আব্দুল হান্নান মাসুদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকালে হত্যাকাণ্ডের দায় ছাত্র-জনতার ওপর চাপানোর চেষ্টা করা হয়েছিল।