সারা বাংলা

সাতক্ষীরা কারাগারের বেরিয়ে যাওয়া কয়েদিরা ফিরতে শুরু করেছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছাড়ার খবর শুনে বিক্ষুব্ধ জনতার হামলায় সাতক্ষীরা জেলা কারাগারের সব হাজতি ও কয়েদিরা বেরিয়ে যাওয়ার পর আবার ফিরতে শুরু করেছেন।

মঙ্গলবার (৬ আগস্ট) সকাল থেকে বেরিয়ে যাওয়া হাজতি ও কয়েদিরা জেলা কারাগারে ফিরতে শুরু করেন। দুপুর ১ টার মধ্যে শতাধিক হাজতি ও কয়েদি আত্মসমর্পণ করেছেন বলে জানা গেছে। তবে কতজন আসামি ও কয়েদি বের হয়েছিল, তা জানা যায়নি।

আত্মসমর্পণ করতে আসা হাজতি ও কয়েদিরা জানান, রাতে হামলার পর আমরা জানের ভয়ে পালিয়ে গিয়ে নিজেকে রক্ষা করি। পরে তারা আইনের প্রতি শ্রদ্ধা রেখে সকালে আত্মসমর্পণ করতে এসেছি।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কারাগারে হামলাকারীরা জেলগেট ও ভেতরের তালা ভেঙে হাজতি ও কয়েদিদের বের করে নিয়ে যাওয়ার পাশাপাশি ভেতরের জিনিসপত্র লুটপাট করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে কয়েক হাজার বিক্ষুব্ধ জনতা এক হয়ে সাতক্ষীরা কারাগারের প্রাচীর টপকে ভেতরে ঢুকে পড়েন। পরে তারা প্রধান ফটকের তালা ভেঙে কারাগারের ভেতরে প্রবেশ করে ভেতরের সব সেল ও সাধারণ কয়েদির গেটের তালা ভেঙে আসামিদের বের করে নিয়ে যান। কারাগার এলাকার সব লাইট বন্ধ করে দেওয়া হয়।

এ ব্যাপারে সাতক্ষীরা কারাগারের জেলার হাসনা জাহান বিথির মোবাইলে একাধিক বার কল করা হলেও কথা বলা সম্ভব হয়নি।