গ্লোবাল টি-টোয়েন্টি কানাডায় সোমবার (০৫ আগস্ট) নিজেদের ষষ্ঠ ম্যাচে জয় পেয়েছে বাংলা টাইগার্স। অলরাউন্ড নৈপূণ্যে ম্যাচ জিতিয়ে ম্যাচসেরার পুরস্কার পান সাকিব আল হাসান। তিনি বল হাতে ২৪ রান দিয়ে ১ উইকেট নেন। ২টি ক্যাচ ধরেন এবং ব্যাট হাতে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলে দলকে জেতান।
এই জয়ে ৬ ম্যাচের ৪টিতে জিতে ৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে বাংলা টাইগার্স। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মন্ট্রিল টাইগার্স।
রাতে নির্ধারিত ১৮ ওভারে ৮ উইকেটে ১০৮ রান করে সারে জাগুয়ার্স। ব্যাট হাতে তাদের সেরা ছিলেন শ্রেয়াস মোভা। তিনি ২ চারে করেন ২১ রান। এছাড়া বিরেনদীপ সিং ১ চার ও ১ ছক্কায় ১৭, সুনিল নারিন অপরাজিত ১৬, মোহাম্মদ নবী ১৩ ও হামজা তারিক ১০ রান করেন।
বল হাতে বাংলা টাইগার্সের কুর্টিস ক্যাম্ফার ৩ ওভারে ১৭ রান দিয়ে ৪টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন সাকিব, ডেভিড ভিসে, শরিফুল ইসলাম ও ডিলন।
রান তাড়া করতে নেমে সাকিবের ৪ চার ও ১ ছক্কায় করা ৩৬, রহমানুল্লাহ গুরবাজের ১৯, মুহাম্মদ ওয়াসিমের ১৬ ও ইফতিখার আহমেদের ১২ রানের ইনিংসে ভর করে ১৭.৩ ওভারেই জিতে যায় বাংলা টাইগার্স।
বল হাতে মন্ট্রিলের বেন লিস্টার ৪ ওভারে ১ মেডেনসহ ১২ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া লোগান ফন বিক ২টি ও সুনিল নারিন ২টি উইকেট নেন।