বিনোদন

বাংলাদেশকে নিয়ে কবীর সুমনের ‘স্বৈরাচার বিরোধী’ গান

সরকারি চাকরিতে কোটা সংস্কার চেয়ে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের সমর্থন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন ভারতীয় সংগীতশিল্পী কবীর সুমন। গতকাল গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে উড়ে যান শেখ হাসিনা। এ পরিস্থিতিতে বাংলাদেশ নিয়ে স্বৈরাচার বিরোধী গান রচনা করলেন এই শিল্পী।

গানটি খালি গলায় গেয়ে তার একটি ভিডিও নিজের ফেসবুকে পোস্ট করেছেন কবীর সুমন। ভিডিওর শুরুতে এ গায়ক বলেন— ‘ইনকিলাব জিন্দাবাদ। বাংলাদেশের স্বৈরাচার বিরোধী আন্দোলনকারীদের জন্য এই গান রচনা করেছি।’

এরপর কবীর সুমন গাইতে থাকেন, ‘কতদিন কাঁদিনি, কতদিন ভাবিনি, কতদিন জাগিনি এভাবে/ ওই তো বাংলাদেশ, স্বৈরাচারের শেষ, এ আগুন কেই-বা নেভাবে/ আবার বাঁচতে চাই, মৃত্যুর মুখে ছাই, বাংলা ভাষাই হলো প্রাণ/ মুক্তির এই আলো, বাংলাদেশ জ্বালালো, এ লড়াই মুক্তির গান।’

কবীর সুমনের এ গান শুনে নেটিজেনদের অনেকেই প্রশংসা করছেন। মইন উদ্দিন লেখেন, ‘সালাম সুমন ভাই, আমাদের ছেলে মেয়েরা আবার দেশ স্বাধীন করলো। দোয়া করবেন ওদের জন্য।’ ফারহানা আজিম লেখেন, “এ লড়াই মুক্তির গান’ এটা তো আমাদের গান, এই সময়ের গান।” দাওয়াত দিয়ে আমান্না আরিফ তৃষা লেখেন, ‘খেল খতম! মিষ্টি খাওয়ার জন্য দাওয়াত দিয়ে রাখলাম। স্বাধীন বাংলাদেশে আসেন বেড়িয়ে যান।’

১৯৯২ সালে ‘তোমাকে চাই’ শিরোনামের একটি গানের অ্যালবাম প্রকাশ করে শ্রোতাপ্রিয়তার শীর্ষে চলে যান কবীর সুমন। জীবনমুখী বাংলা গানের প্রবর্তক হিসেবে তাকে দুই বাংলার শ্রোতারা সাদরে গ্রহণ করেন। একসময় স্থানীয় রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। পরে যাদবপুর কেন্দ্র থেকে তৃণমূলের সংসদ সদস্য নির্বাচিত হন।