সারা বাংলা

স্বাভাবিক হতে শুরু করেছে সিলেটের জনজীবন

ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে সিলেটের সার্বিক পরিস্থিতি। দেশের উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার (৬ আগস্ট) ভোর ৬টা থেকে কারফিউ তুলে নেওয়া হয়েছে। সেইসঙ্গে গতকাল থেকে খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস আদালত। আজ সড়কে যান চলাচল বেড়েছে। ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস।

জানা গেছে, শেখ হাসিনার পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে ঘিরে সিলেটে গত কয়েকদিন ধরে অস্থির পরিস্থিতি বিরাজ করছিল। সোমবার পদত্যাগ করে শেখ হাসিনার দেশ ছাড়ার পর আন্দোলনরত শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। এ আনন্দ উল্লাস এখনও চলছে। গতকালও সিলেট নগরীর চৌহাট্টাস্থ কেন্দ্রীয় শহীদ মিনার ছিল মুখর। স্লোগানে স্লোগানে উত্তাল ছিল রাজপথ। এ যেন অন্যরকম এক নগরী। বুধবার (৯ আগস্ট) নগরীর কিছু দোকানপাট খুলতে শুরু করেছে।

অন্যদিকে, সিলেটের বিভিন্ন সড়কে আধিক্য রয়েছে রিকশা, অটোরিকশা ও ব্যক্তিগত বাহনের। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটায় আতঙ্ক কাটতে শুরু করেছে।

এদিকে, গতকাল মঙ্গলবার থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার কথা থাকলেও শিক্ষা কার্যক্রম সেভাবে শুরু হয়নি কোথাও। আজও শিক্ষার্থীশূন্য বেশিরভাগ ক্লাসরুম। বিদ্যালয় প্রাঙ্গণও ফাঁকা। তবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এছাড়া, অফিস আদালত খুললেও উপস্থিতি কম দেখা গেছে।

সিলেট জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু সাঈদ মো. আব্দুল ওয়াদুদ এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাখাওয়াত এরশেদ জানান, প্রথম দিন উপস্থিতি খুব কম ছিলো। আজ শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা বেড়েছে। তবে শিক্ষকরা উপস্থিত রয়েছেন বলে জানান। পর্যায়ক্রমে সব স্বাভাবিক হয়ে আসবে বলেও মন্তব্য করেন তারা।