প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আজও জড়ো হচ্ছেন পদ-পদোন্নতিবঞ্চিত বিএনপি-জামায়াতপন্থি কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার (৭ আগস্ট) দুপুরে সচিবালয়ে কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের আমলে যারা পদ হারিয়েছেন এবং পদোন্নতি বঞ্চিত হয়েছেন, সেসব কর্মকর্তা-কর্মচারীরা সচিবালয়ে ভিড় জমিয়েছেন। তারা বিএনপি-জামায়াতপন্থি বলে পরিচিত। এসব কর্মকর্তা-কর্মচারীরা জনপ্রশাসন মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ বিভিন্ন জায়গায় ভিড় জমাচ্ছেন। বিভিন্ন জায়গায় তারা বৈঠকও করছেন।
এর আগে, সকাল ৯টায় নির্ধারিত সময়ে সচিবালয়ে প্রবেশ করেন কর্মকর্তা-কর্মচারীরা। আজও গেটে পুলিশের কাউকে দেখা যায়নি। সেনাবাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
মন্ত্রীরা অফিস করলে অধিকাংশ সময় তাদের রুমগুলোতে কর্মকর্তা-কর্মচারী, নেতা-কর্মীদের ভিড় থাকতো। কিন্তু এদিন রুমগুলো ফাঁকা ছিল। রুমের সামনে থেকে নেম প্লেটগুলোও সরানো হয়।