বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে পুলিশের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষ ও প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের খবরে কুষ্টিয়ায় লাখো জনতার ঢল নামে। এতে সড়কে পড়ে ছিল ইটের টুকরা, অর্ধপোড়া কাঠ-টায়ার ইত্যাদি। এবার সেসব ময়লা-আবর্জনা পরিষ্কারে নেমেছেন শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) সকালে শিক্ষার্থীরা মজমপুর গেট এলাকা থেকে তাদের কার্যক্রম শুরু করেন। একইসঙ্গে শহরের ট্রাফিক ব্যবস্থাও নিয়ন্ত্রণ করছেন তারা। শিক্ষার্থীদের এমন উদ্যোগের প্রশংসা করেছেন সবাই।
শিক্ষার্থীরা বলেন, শহরের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কার্যক্রম চলছে। সেই সঙ্গে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হচ্ছে। এ সময় শিক্ষার্থীরা সাধারণ মানুষকে শান্ত থাকার এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা পরিহারের অনুরোধ জানান।