ক্যাম্পাস

শনিবার থেকে চলবে যবিপ্রবির বাস

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) আগামী শনিবার (১০ জুলাই) থেকে পরিবহন পুলের গাড়িগুলো চালু করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সব ধরনের কার্যক্রম সুষ্ঠুভাবে পুনরায় চালু করতে এ নির্দেশনা জারি করেছে যবিপ্রবি প্রশাসন।

গত সোমবার (৫ আগস্ট) যবিপ্রবি উপাচার্যের মৌখিক নির্দেশে পরিবহন প্রশাসক ড. মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বুধবার (৭ আগস্ট) এ বিজ্ঞপ্তির বিষয়টি জানাজানি হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের যাতায়াতের জন্য বিশ্ববিদ্যালয়ের পরিবহন পুলের গাড়িগুলো আগামী শনিবার (১০ আগস্ট) থেকে চলাচল শুরু করবে। ওইদিন সকাল ৮টা ২৫ মিনিটে যশোর শহর থেকে ক্যাম্পাস এবং দুপুর ২টায় ও বিকাল ৫টা ৫ মিনিটে ক্যাম্পাস থেকে যশোর শহরে চলাচল করবে।

তবে মার্কেট ও লাইব্রেরি ট্রিপসহ যশোর শহরের বাহিরের সব ট্রিপগুলো বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।