সারা বাংলা

টাঙ্গাইলে সহিংসতা প্রতিরোধে সুজনের মানববন্ধন

ছাত্র-জনতার গণতন্ত্র মুক্তির অভ্যুত্থানের অর্জনকে সুসংহত করার লক্ষ্যে টাঙ্গাইলে সুশাসনের জন্য নাগরিকের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে টাঙ্গাইল শহরের নিরালা মোড় এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

এতে বক্তব্য রাখেন জেলা সুজনের সভাপতি খান মোহাম্মদ খালেদ, সাধারণ সম্পাদক তরুণ ইউসুফ, অধ্যাপক বাদল মাহমুদ, আরপিডিও’র নির্বাহী পরিচালক রওশনারা লিলি প্রমুখ। 

এ সময় আইনজীবীসহ বিভিন্ন সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা সহিংসতা ও নাশকতা প্রতিরোধ করে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে গণতান্ত্রিক, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ দেশ গঠনের আহ্বান জানান।