চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবু তাহের ও উপ-উপাচার্য (প্রশাসনিক ও অ্যাকাডেমিক) প্রক্টরিয়াল বডি এবং সকল হল প্রভোস্টদের ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে আল্টিমেটাম দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার (৭ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে ফেসবুকে লাইভে এসে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক মোহাম্মদ রাসেল আহমেদ।
এ সময় লাইভ ভিডিও বার্তায় তিনি বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রভিসি, সকল হল প্রভোস্ট ও প্রক্টরিয়াল বডিকে পদত্যাগ করার জন্য ১ দিনের আল্টিমেটাম দেওয়া হলো। নতুন ভিসি ও প্রক্টরিয়াল বডি আসার পর হলে আসন বরাদ্দের মাধ্যমে আমরা হলে উঠবো।
তিনি আরও বলেন, যদি ১ দিনের মধ্যে তারা পদত্যাগ না করেন তাহলে আমরা শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ঘেরাও করবো।
উল্লেখ্য, ৭ আগস্ট রাতে অনলাইনে অনুষ্ঠিত হওয়া চবির জরুরী সিন্ডিকেট সভায় ১৯ আগস্ট থেকে বিশ্ববিদ্যালয়ে সব একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।