খেলাধুলা

অলিম্পিক গেমসে করোনার হানা, ৪০ অ্যাথলেট আক্রান্ত

করোনার ভাইরাসের বিধিনিষেধ বিশ্বব্যাপী অনেক আগেই তুলে নেওয়া হয়েছে। টিকা নেওয়াও বন্ধ হয়ে গেছে। কিন্তু সাম্প্রতিক মাসগুলোতে বিশ্বের বিভিন্ন দেশে হঠাৎ করে বাড়তে শুরু করেছে করোনাভাইরাস সংক্রমণ। বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বের ৮৪টি দেশে বেড়েছে করোনায় আক্রান্তের সংখ্যা। বিশেষ করে আমেরিকা, এশিয়া ও ইউরোপের দেশগুলোতে।

শুধু তাই নয়, ২৬ জুলাই থেকে শুরু হওয়া প্যারিস অলিম্পিকেও হানা দিয়েছে করোনা ভাইরাস। ইতোমধ্যে সেখানে ৪০ জন অ্যাথলেট আক্রান্ত হয়েছেন। তাদের অনেকের মধ্যে ঠাণ্ডা, কাশি, জ্বর ও ফ্লুর লক্ষণ দেখা যাচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএচও) মহামারী বিশেষজ্ঞ মারিয়া ফন কেরখোভ বলেছেন, ‘করোনাভাইরাস এখনও আমাদের সঙ্গে আছে। বিদায় নেয়নি। আমি আসলে শঙ্কিত। টিকা না নেওয়া ও বিধিনিষেধ না মানার এই সময়ে আবার যদি কোনো ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ে তাহলে সেটা অনেক তীব্র হবে। অনেক মানুষ আক্রান্ত হওয়ার ঝুঁকিতে পড়ে যাবে।’

‘সাম্প্রতিক মাসগুলোতে, কোনো মৌসুম বিবেচনা ছাড়াই বিভিন্ন দেশে হঠাৎ করেই বাড়ছে করোনার সংক্রমণ। এমনকি অলিম্পিকেও। ইতোমধ্যে ৪০ জন অ্যাথলেট আক্রান্ত হয়েছেন। আমরা ফ্রান্সের পরিস্থিতি জাতীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে ও একত্রে পর্যবেক্ষণ করছি। অলিম্পিকে অংশ নেওয়া দেশগুলোর জন্য আলাদা একটি প্রোটোকল তৈরি করা হয়েছে।’