সারা বাংলা

ফেনীতে গুমের শিকারদের ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন 

ফেনীতে গুমের শিকারদের ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন 

গুমের শিকার হওয়া ব্যক্তিদের স্বজনদের কাছে ফিরিয়ে দেয়ার দাবিতে ফেনীতে মানববন্ধন করেছে মানবাধিকার সংগঠন অধিকার। এ সময় মানববন্ধন থেকে গুমের শিকার যুবক মাহবুবুর রহমান রিপনকে তার মায়ের বুকে ফিরিয়ে দেয়ার দাবি করেন স্বজনরা।   বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে ফেনী শহরের জিরো পয়েন্ট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুমের শিকার হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রৌশন আরা। 

ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবির সভাপতিত্বে ও অধিকার ফেনী’র ফোকাল পার্সন সাংবাদিক নাজমুল হক শামীমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেনী রিপোর্টাস ইউনিটির সভাপতি শুকদেব নাথ তপন, সুজন-সুশাসনের জন্য নাগরিক ফেনী জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেনসহ অনেকে।

মানববন্ধনে গুম হওয়া যুবদল নেতা মাহবুবুর রহমান রিপনের মা রৌশন আরা পরিবারের কাছে তার ছেলেকে ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে বলেন, ‘১০ বছর আগে ২০১৪ সালে আমার ছেলেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে (র‍্যাব) ঘর থেকে তুলে নেওয়া হয়। থানায় মামলা করতে চাইলেও মামলা নেয়নি। আজও খোঁজ পায়নি ছেলের। বিচারের দাবিতে দ্বারে দ্বারে ঘুরেছি, কিন্তু ১০ বছরেও মেলেনি বিচার। 

তিনি বলেন, আয়না ঘর থেকে একে একে অনেকে মুক্তি পাচ্ছে। যদি আমার ছেলে সেখানে থাকে তাকে ফেরত দিন। রিপনের মতো আর কোনো ব্যক্তি যেন গুমের শিকার না হয় সেজন্য রাষ্ট্রকে জোরালো ভূমিকা রাখার দাবিও জানাচ্ছি।