সারা বাংলা

উখিয়ায় ক্রিস্টালমেথসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় ১ কেজি ২০০ গ্রাম ক্রিস্টালমেথসহ (আইস) মো. রবিউল ইসলাম (২০) নামে এক যুবককে  আটক করেছে বিজিবি। 

বুধবার (৭ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

রামু ব্যাটালিয়নের (৩০ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বিষয়টি নিশ্চিত করেছেন। 

আটক মো. রবিউল কুমিল্লার সদর দক্ষিণ চুয়ারা বাজারের মাটিয়ারা এলাকার জাহেদ মিয়ার ছেলে। 

লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ বলেন, বুধবার রাতে রামু ব্যাটালিয়ন (৩০ বিজিবি) এর অধীনস্থ মরিচ্যা যৌথ চেকপোস্টে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি জোরদার করা হয়। এ সময় মরিচ্যা হতে কক্সবাজারগামী একটি ইজিবাইক থামানো হয়। এক ব্যক্তিকে সন্দেহ হলে তল্লাশি করে তার ব্যাগ থেকে ১ কেজি ২০০ গ্রাম ক্রিস্টালমেথ (আইস) উদ্ধার করা হয়। মাদকগুলোর আনুমানিক বাজারমূল্য ৬ কোটি টাকা। 

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে মাদকসহ নিয়মিত মামলার মাধ্যমে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।