প্রিয়জনের মৃত্যু মেনে নিতে কষ্ট হয়। বার বার মনে হতে থাকে ‘যদি একটু কথা বলতে পারতাম!’। সাধারণ মানুষ থেকে অসাধারণ মানুষ— সবার ক্ষেত্রেই এমনটা হয়।
বিশ্বকবি রবীন্দ্রনাথ মৃত মানুষের সঙ্গে কথা বলার জন্য প্ল্যানচেটে বসতেন। একই কাজ করতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও। সাহিত্যিক বলেই এই চেষ্টা করেছেন বলে ভাবার কারণ নেই, এই প্রচেষ্টা বিজ্ঞানীরাও করেছেন।
বিজ্ঞানী টমাস আলভা এডিসন একটি যন্ত্র আবিষ্কার করেছিলেন শুধুমাত্র মৃত ব্যক্তির সঙ্গে কথা বলার জন্য। মৃত ব্যক্তির সঙ্গে যোগাযোগ স্থাপনের প্রচেষ্টাকে অনেকে অযৌক্তিক মনে করেন। কিন্তু উন্নত দেশের মানুষেরাও এই চেষ্টা করে থাকেন। উন্নত বিশ্ব হিসেবে ধরা হয় পশ্চিমা দেশগুলোকে। সেসব দেশের মানুষেরা মৃত মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য পেশাদার ‘মিডিয়াম’-এর কাছে যান।
যুক্তিবাদীরা বিশ্বাস করেন, মৃত আর জীবিত মানুষের মধ্যে কথোপকথন হওয়া সম্ভব নয়। তবে আধুনিক প্রযুক্তিবিদরা দাবি করছেন, প্রযুক্তি ব্যবহার করে মৃত মানুষের সঙ্গে কথা বলা সম্ভব। এর জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেওয়া হচ্ছে। ‘দ্য মেট্রো’র একটি প্রতিবেদনে জানানো হয়েছে, নিউ ইয়র্কের অধিবাসী ক্রিস্টি অ্যাঞ্জেল ‘প্রজেক্ট ডিসেম্বর’ নামের এক এআই পরিষেবার মাধ্যমে প্রয়াত বন্ধুর সঙ্গে কথা বলতে পেরেছেন!
বলা হচ্ছে, এই পরিষেবাটি বিশ্বের সর্বপ্রথম প্রযুক্তি, যার সাহায্যে সুপার কম্পিউটারের মাধ্যমে যেকোন ব্যক্তির সাথে লিখিত বাক্যালাপ করা সম্ভব। মৃত কিংবা কাল্পনিক যেকোন ব্যক্তির সঙ্গে শর্ত সাপেক্ষে কথা বলা যাবে। এই প্রযুক্তি আবিষ্কার করেছেন আমেরিকান কম্পিউটার প্রোগ্রামার জ্যাসন রোহ্রার। এই সেবা পেতে হলে খরচ করতে হবে কমপক্ষে ১০ আমেরিকার ডলার।
যেভাবে কথা বলা যাবে এটি একটি ‘অনলাইন চ্যাটবট’। এখানে চ্যাট করার আগে অ্যালগরিদমকে কিছু তথ্য দিতে হয়। ওই তথ্য অনুযায়ী চ্যাটবট কাজ করে। ব্যক্তি সম্পর্কে যে তথ্য দেওয়া হবে সেই অনুযায়ী চ্যাটবট কাজ করবে। সত্যিকার অর্থে মৃত ব্যক্তির সঙ্গে কোনোভাবেই কথা বলা সম্ভব নয়। তবে অনলাইন চ্যাটবট মৃত ব্যক্তির সম্পর্কে তথ্য জেনে তার মতো করে কথা কথোপকথন চালিয়ে নিতে পারে। মানে পক্সি দিতে পারে।
তবে সেই কথপোকথন কতটা নির্ভূল হবে তা নির্ভর করবে চ্যাটবটকে দেওয়া তথ্যের ওপর।