মিডিয়া

জাতীয় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হাসান হাফিজ

শেখ হাসিনার পদত্যাগের মাধ্যমে সরকার পতনের পর এবার জাতীয় প্রেস ক্লাবের দায়িত্বশীল পদে পরিবর্তন এসেছে। সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন কবি হাসান হাফিজ।

দীর্ঘ ৪৮ বছর ধরে সাংবাদিকতা করছেন তিনি। বর্তমানে কর্মরত আছেন ‘দৈনিক খবরের কাগজ’-এর কপি এডিটর হিসেবে।

হাসান হাফিজ জাতীয় প্রেস ক্লাবের তিনবারের সহ-সভাপতি ছিলেন। এ ছাড়া বাংলাদেশ পরিবেশ সাংবাদিক ফোরামের (এফইজেবি) সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন তিনি।

কবি হাসান হাফিজের জন্ম ১৯৫৫ সালের ১৫ অক্টোবর নারায়ণগঞ্জের এলাহী নগরে। স্কুলে পড়ার সময়ই তার প্রথম ছড়া ছাপা হয় ইত্তেফাকের কচি কাঁচার আসরে। সাহিত্য ও সাংবাদিকতায় অবদানের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বহু সম্মাননা ও পুরস্কার।