আওয়ামী লীগ সরকারের পতনের পর সারা দেশে সহিংসতার প্রেক্ষাপটে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক পরিস্থিতি নিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি ও ছাত্র সমাজের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে উপজলা নির্বাহী কর্মকর্তা অমিত রায়ের সভাপতিত্বে এ মতবিনিময় সভা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দুলাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, বিএনপির সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পি, প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদুল হক চৌধরী, দক্ষিণ দিনাজপুর জেলা জামায়াতের আমীর, উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম ও শিক্ষার্থীরা।
সভায় আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে সকলের সহযোগিতা চাওয়া হয়।