খেলাধুলা

দুর্নীতির দায়ে অভিযুক্ত শ্রীলঙ্কান ক্রিকেটার

ম্যাচ পাতানোর কালো গ্রাস থেকে বের হতেই পারছেন না ক্রিকেটাররা। এবার এই ফাঁদে ফেঁসে গেলেন শ্রীলঙ্কার ক্রিকেটার প্রবীন জয়াবিক্রমা। আন্তর্জাতিক ক্রিকেট ও লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ম্যাচ পাতানোর দায়ে জয়াবিক্রমাকে অভিযুক্ত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি।

জয়াবিক্রমার বিরুদ্ধে আইসিসির তিনটি ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে।প্রথম অভিযোগে তার বিরুদ্ধে ম্যাচ পাতানোতে উৎসাহ জোগানোর অভিযোগ পাওয়া গেছে। পরের অভিযোগটি লঙ্কা প্রিমিয়ার লিগে ম্যাচ পাতানোর। শেষ অভিযোগে দুর্নীতির কাজে সংশ্লিষ্ট বার্তা মুছে দিয়ে তদন্তে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে।

অবশ্য নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ পাচ্ছেন জয়াবিক্রমা। এ জন্য তাকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে। ৬ আগস্ট থেকে সময় হিসেব করার ফলে অভিযোগের জবাবের শেষ সময় ২০ আগস্ট। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইসিসির সঙ্গে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডও পদক্ষেপ নিবে।

আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে ক্রিকেটে পথচলা শুরু করেন প্রবীন। টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি—তিন সংস্করণেই পাঁচটি করে ম্যাচ খেলেছেন তিনি। ১৫ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারে নিয়েছেন ৩২ উইকেট। যার মধ্যে টেস্টে নেন ১৫ উইকেট।