সারা বাংলা

নিরাপত্তার নিশ্চয়তা চেয়ে ১১ দফা দাবিতে বগুড়ায় পুলিশের বিক্ষোভ 

১১ দফা বাস্তবায়নের দাবিতে পুলিশ সদস্যরা বগুড়ায় বিক্ষোভ সমাবেশ করেছে। বগুড়ায় কর্মবিরতিতে থাকা পুলিশ সদস্যগণ বগুড়া পুলিশ লাইন্সের ড্রিল শেডে সমবেত হন। সেখান থেকে তারা বিক্ষোভ মিছিল বের করেন। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) বিকেল সাড়ে ৫ টায় বগুড়া পুলিশ লাইন্স চত্বরে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশের আগে মিছিল থেকে বিসিএস পুলিশ ক্যাডারের কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেওয়া হয়। মিছিল শেষে পুলিশ লাইন্সের আমতলায় সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। 

সমাবেশে পুলিশ সদস্যরা বলেন, আমাদের সদস্যদেরকে নির্মম ও নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়েছে। কয়েকজনকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। বিসিএস ক্যাডার কর্মকর্তারা নিরাপদে থেকে আমাদেরকে ছাত্র জনতার মুখোমুখি করে দিয়েছে। যার কারণে বিসিএস ক্যাডারদের কেউ হতাহত হননি। 

বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া পুলিশ সদস্যদের পক্ষে জামাল উদ্দিন বলেন, আমরাও এদেশের মানুষ। আমরা পরিবার পরিজন নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা পুলিশে সংস্কার চাই। সারাদেশে ১১ দফা দাবিতে পুলিশ বাহিনীর সদস্যরা কর্মবিরতি করছে। নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা কাজে যোগ দিবো না।

১১ দফা দাবি হচ্ছে- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার, ৮ ঘণ্টার বেশি ডিউটি করতে বাধ্য না করা, বেশি ডিউটি করলে ওভার ডিউটির সুবিধা প্রদান, শুক্রবার-শনিবারসহ সব সরকারি ছুটি ভোগের সুযোগ প্রদান, দেশের স্বার্থে ছুটি কাটাতে না পারলে অতিরিক্ত কর্মদিবস হিসাবে আর্থিক সুবিধা প্রদান, সোর্স মানি প্রদান, ঝুঁকিভাতা বৃদ্ধি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশদানে সংবিধান ও জনগণের মনের কাঙ্ক্ষিত বিষয়কে প্রাধান্য দেওয়া, পুলিশকে রাজনীতিমুক্ত রেখে নিরপেক্ষতার সঙ্গে কাজ করার সুযোগ নিশ্চিত করা, নিরাপত্তা বেষ্টনী জোরদার করে নিরাপদ কর্মস্থল নিশ্চিত করা, পদোন্নতির পদক্ষেপ গ্রহণ করে বৈষম্য দূর করা, বদলির ক্ষেত্রে নিজ জেলার নিকটবর্তী জেলার প্রাধান্য নিশ্চিত করা, পুলিশ সংস্কার আইন প্রণয়ন করা।