সারা বাংলা

মানিকগঞ্জে শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে সাজছে দেয়াল 

মানিকগঞ্জে শিক্ষার্থীদের রং-তুলির আঁচড়ে সাজছে দেয়াল 

সকাল থেকেই মানিকগঞ্জের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় চলছে রং তুলি দিয়ে দেয়াল লিখন। কোটা আন্দোলনের বিভিন্ন স্লোগান, দেশের বিভিন্ন চিত্র ও সমাজ সংস্কারমূলক বিভিন্ন উক্তি লিখতে দেখা গেছে শিক্ষার্থীদের। 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে আত্মগোপনে চলে যায় পুলিশও। এরপরই সারা দেশের মতো মানিকগঞ্জেও বেড়ে যায় অস্থিরতা ও বিশৃঙ্খলা। শৃঙ্খলা ফেরাতে দিনরাত মাঠে অক্লান্ত পরিশ্রম করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। এতে করে শহীদ রফিক সড়কে নেই অটোবাইকের যত্রতত্র যাত্রী উঠানামা। খালপাড় এলাকায় নেই যানজট। ট্রাফিক আইন মেনে চলতে যানবাহন চালকদের অনুরোধ করছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে শহরের বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা গেছে।

এ সময় কথা হয় সরকারি দেবেন্দ্র কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী পিয়া জান্নাতের সাথে। তিনি বলেন, কলেজের সামনের দেয়ালসহ কলেজের জায়গায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা কর্মীদের পোস্টার, বিভিন্ন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে সৌন্দর্য নষ্ট হচ্ছিলো। এসব পোস্টার, ফেস্টুন অপসারণ করে সৌন্দর্য বাড়াতে দেয়াল লিখন চলছে। 

খালপাড় এলাকায় সাব্বির মোস্তাকীম নামে এক শিক্ষার্থী জানান, খালপাড় সেতুটি পরিষ্কার করা হয়েছে। এছাড়াও সেতুটির রং করা হচ্ছে। রং করা শেষ হলে বিভিন্ন আলপনা, স্লোগান আঁকা হবে। সমাজ সংস্কারে এসব লিখন ভূমিকা রাখবে। 

শহীদ রফিক সড়কের বিভিন্ন দেয়ালে রং তুলি দিয়ে রঙিন করছেন। সৌরভ শিকদার নামে এক শিক্ষার্থী বলেন, শহীদ রফিক সড়কের কোর্ট চত্বর এলাকা থেকে এ সড়কের বিভিন্ন জায়গায় পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। সেই সাথে দেয়ালগুলোতে বিভিন্ন চিত্র, উক্তি ও ছবি আঁকা হচ্ছে। 

আহসান নামে এক শিক্ষার্থী বলেন, শহরের বাসস্ট্যান্ড, খালপাড়, বেউথা রোড, শহীদ রফিক সড়কসহ বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা যানজট নিরসনে ট্রাফিকের দায়িত্বে রয়েছেন। তাদের আনসরা সদস্যরা সহযোগিতা করছেন। শিক্ষার্থীরা যানবাহন চালকদের আইনগুলো মানতে অনুরোধ করছেন। 

সুশাসনের জন্য নাগরিক (সুজন) মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি ইন্তাজ উদ্দিন বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় যারা দায়িত্বে ছিলেন সেসব পুলিশ বাহিনী মাঠে নেই। এমন অবস্থায় শিক্ষার্থীরা যতটুকু পেরেছে মাঠে থেকে কাজ করছে। এটি আমাদের জন্য একটা ভালো উদাহরণ হয়ে থাকবে।