সারা বাংলা

পদত্যাগ করলেন বেরোবি’র উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ পদত্যাগ করেছেন। শুক্রবার (৯ আগস্ট) দুপুরে আড়াইটার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বরাবর পদত্যাগ পত্র পাঠিয়েছেন তিনি।

উপাচার্যের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আলী।

এদিকে, গত ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার বিচার দাবিতে মানববন্ধনের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। আজ বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ ফটকে এই কর্মসূচি পালন করবেন তারা।

প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ ২০২১ সালের ৯ জুন চার বছরের জন্য বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ পান। ২০২১ সালের ১৪ জুন বিশ্ববিদ্যালয়টির পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি।

প্রসঙ্গত, কোটা সংস্কার নিয়ে সারা দেশে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অগ্রণী ভূমিকায় ছিলেন আবু সাঈদ। সেখানে তিনি ছিলেন এই আন্দোলনের অন্যতম সমন্বয়ক। গত ১৬ জুলাই দুপুর ২টার দিকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্ররা মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশের চেষ্টা করেন। পুলিশ তাদের বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। একপর্যায়ে পুলিশের ছোড়া রাবার বুলেটে ক্ষতবিক্ষত হওয়ার পর মাটিতে লুটিয়ে পড়েন আবু সাঈদ। হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হয় তার।