গাজীপুরের শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। পাশাপাশি তারা পার্কটি থেকে বিভিন্ন ধরনের পাখি লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার (৫ আগস্ট) দুপুরের দিকে হামলা হয় এই পার্কটিতে।
শুক্রবার (৯ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের প্রধান ফটকের সামনে সুনসান নীরবতা দেয়া যায়। বিদ্যুৎ সংযোগ না থাকায় বন্ধ ছিল প্রধান ফটক। পার্কের ২ নম্বর গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই চোখে পড়লো ধ্বংসস্তূপ। পার্কে হিংস্র পশু দেখার জন্য ব্যবহৃত মিনিবাস ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা।
ভাঙা হয়েছে পার্ক অফিস। সেখানে থাকা সব কম্পিউটার ও ল্যাপটপ লুট করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পার্কের সিসিটিভি ক্যামেরা ও দুটি বিশ্রামাগারও চালানো হয়েছে ভাঙচুর। দুর্বৃত্তরা পার্কের শিশুপার্ক ও ন্যাচার হিস্ট্রি মিউজিয়াম ও ডিসপ্লে ম্যাপ ভাঙচুর করেছে। তারা পার্কের অডিটরিয়াম সেন্টারও ভাঙচুর করে।
বঙ্গবন্ধু সাফারি পার্ক সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা পাখিশালা, ময়ূর বেষ্টনী, প্রজাপ্রতির বেষ্টনী, দুটি রেস্টুরেন্ট এবং পার্কের সব সাইনবোর্ড ও ব্যানার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। পাখিশালায়ে থাকা বিদেশি পাখি ম্যাকাউ ও ময়ূরসহ অনেক পাখি লুট করে নিয়ে গেছে তারা। অনেক খাঁচা ভেঙে পাখি ছেড়ে দেওয়া হয়েছে। বহু পাখি খাঁচাসহ নিয়ে গেছে দুর্বৃত্তরা।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আহম্মেদ নিয়ামুর রহমান বলেন, ‘পুরো পার্কে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। পার্কের কিছু পাখি লুট হয়েছে। কী পরিমাণ পশু-পাখি লুট হয়েছে তা রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত বলতে পারবো। বর্তমানে পার্কের কার্যক্রম বন্ধ রয়েছে। কবে পার্কের কার্যক্রম চালু হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।’