আন্তর্জাতিক

দীর্ঘ সময় ভারতে থাকতে পারেন শেখ হাসিনা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘসময় ভারতে থাকতে পারেন। তবে তার এই অবস্থানটি ভিসায় হবে, আশ্রয় বা শরণার্থী হিসাবে নয়। শুক্রবার শীর্ষ সরকারি সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম নিউজ১৮ এ তথ্য জানিয়েছে।

ব্যাপক বিক্ষোভের মুখে ৫ আগস্ট দুপুরের দিকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এর পরপরই তিনি ভারতের উদ্দেশ্যে রওনা দেন। সন্ধ্যার দিকে বোন রেহানাকে নিয়ে তিনি ভারতের গাজিয়াবাদের বিমানঘাঁটিতে অবতরণ করেন। প্রথমে ধারণা করা হয়েছিল, তিনি ভারত থেকে লন্ডন চলে যাবেন। তবে যুক্তরাজ্য সরকার তাকে আশ্রয় দিতে অনাগ্রহ প্রকাশ করেছে। এছাড়া যুক্তরাষ্ট্র সরকারও শেখ হাসিনার ভিসা বাতিল করেছে। তাই তিনি এখন সংযুক্ত আরব আমিরাত এবং ইউরোপীয় দেশগুলোতে আশ্রয় নেওয়ার চেষ্টা করছেন।

সূত্র বলেছে, ‘কোনো দেশেই তার নিরাপদ প্রস্থান এই মুহূর্তে হচ্ছে না। ভারতে আমাদের আশ্রয় বা শরণার্থী আইন নেই। আমরা ইচ্ছাকৃতভাবে এই ধরনের আইন আনিনি। আইনগত অবস্থান হচ্ছে, আমরা কাউকে শরণার্থী বা আশ্রয়ের মর্যাদায় রাখতে পারি না। সরকারী নীতির কারণে দালাই লামা এখানে আছেন।’

আশ্রয় ও শরণার্থী আইন বিশ্বব্যাপী সমস্যা তৈরি করছে উল্লেখ করে সূত্র বলেছে, ‘একবার শরণার্থী ও আশ্রয়ের মর্যাদা দিলে তারা তাদের অধিকার দাবি করে এবং আদালতে যায়। এতে আরো সমস্যা তৈরি হয়। আমরা কেস-টু-কেস ভিত্তিতে থাকার অনুমতি দেই...।’