সারা বাংলা

মাওনা হাইওয়ে থানার ধ্বংসস্তুপ সরালো বিএনপি কর্মীরা

গাজীপুরের শ্রীপুরের নেতাকর্মীদের নিয়ে মাওনা হাইওয়ে থানার ধ্বংসস্তুপ পরিষ্কার করলেন শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বেপারী। 

শুক্রবার (৮ আগস্ট) দলীয় লোকজন নিয়ে থানার পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান শুরু করেন পৌর বিএনপির নেতা কর্মীরা।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলার সময় গত শনিবার (৩ জুলাই) দুর্বৃত্তরা থানায় হামলা করে ব্যাপক ভাঙচুর করে। পুলিশের গাড়ি ও মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।

বিল্লাল হোসেন বেপারী বলেন, ‘আমাদের দল কখনও ভাঙচুর-সহিংসতা সমর্থন করে না। সহিংসতার পর যেন দ্রুত দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের নিয়ন্ত্রণে নিতে পারেন, সে অনুযায়ী ব্যবস্থা নিতে প্রাথমিক পর্যায়ে থানায় পরিস্কার পরিচ্ছন্ন অভিযান পরিচালনা করেছি। এ দেশ আমাদের, সকলে মিলেই দেশের কল্যাণে কাজ করব।’

উল্লেখ্য, গত শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে গাজীপুরের শ্রীপুরের মাওনা হাইওয়ে থানায় হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের একপর্যায়ে থানার সীমানা প্রাচীরের ভেতরে পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল  ও রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ ঘটনার পর থেকেই হাইওয়ে থানার কার্যক্রম বন্ধ রয়েছে।