কুষ্টিয়ার মিরপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠিত সভায় মিরপুর প্রেসক্লাবের সভাপতি বাবলু রঞ্জন বিশ্বাস সভাপতিত্ব করেন।
এ সময় শিক্ষার্থীরা বলেন, ‘আমার ভায়ের রক্তের বিনিময়ে পেয়েছি আমরা এই স্বাধীনতা। এখানে এই মিরপুরে কাউকে আমরা নৈরাজ্য সৃষ্টি করতে দেব না। আমরা সারা বাংলাদেশে ছাত্ররা রাজপথে আছি। মিরপুরের মানুষের জন্য আমরা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি যেন কেউ কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। দোকানপাট, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তরা যেন হামলা করতে না পারে। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা আপনাদের এটুকুই বলতে চাই, আপনারা আমাদের পাশে থাকবেন।’
এ সময় মিরপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দ বৈষম্য বিরোধী ছাত্র সমাজের সাথে একাত্বতা ঘোষণা করেন।
মিরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমন, নির্বাহী সদস্য হাজী আসাদুর রহমান বাবু, সাবেক আহ্বায়ক হুমায়ুন কবির হিমু, সাংগঠনিক সম্পাদক আলমগীর মন্ডল, প্রচার ও দপ্তর সম্পাদক সম্পাদক কুদরতে খোদা সবুজ, কোষাধক্ষ্য হাফিজুর রহমান সদস্য আশরাফুল আলম হীরা প্রমুখ।
এ ছাড়া বৈষম্য বিরোধী ছাত্র সমাজের মধ্যে উপস্থিত ছিলেন সাগর আহমেদ, সাব্বির আহমেদ, তন্ময়, নাহিদ, নিলয়, আসিফ, রাসেল, সাজিম প্রমুখ।