সারা বাংলা

বরগুনায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে বিক্ষোভ

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, চলমান সহিংসতার প্রতিবাদ ও একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় সুষ্ঠু নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বরগুনা জেলা আওয়ামী লীগ।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টায় বিধ্বস্ত বরগুনা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা আওয়ামী লীগ কার্যালয় এসে শেষ হয়। 

বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্বাস হোসেন মন্টু মোল্লা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। একটি ষড়যন্ত্রের মাধ্যমে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে। আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ধ রয়েছি, আমাদের প্রিয় নেত্রীকে ফিরিয়ে আনার জন্য আমরা লড়াই চালিয়ে যাবো। একই সাথে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে দাবি থাকবে ৫ আগস্টের পর থেকে আজ অবধি বরগুনাসহ সারাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে তার সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় নিয়ে আসার। 

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর কবীর বলেন, বরগুনাসহ সারাদেশে যে ধ্বংসযজ্ঞ হয়েছে মুক্তিযুদ্ধের পর এতো ধ্বংসযজ্ঞ আর দেশবাসী দেখেনি। আমরা আওয়ামী লীগ এই সকল ধ্বংসযজ্ঞের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আজ আতঙ্কিত রয়েছে। আমি বরগুনার ব্যবসায়ীদের অনুরোধ করবো আপনারা স্ব স্ব স্থান থেকে এই হামলা ও ধ্বংসযজ্ঞ প্রতিহত করবেন।

এ সময় বিক্ষোভে আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।