ক্যাম্পাস

হাবিপ্রবি উপাচার্যের পদত্যাগ 

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে শুরু হতে যাচ্ছে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষা কার্যক্রম। আগামী ১৮ আগস্ট থেকে ক্লাস-পরীক্ষা ও ১২ আগষ্ট থেকে আবাসিক হল চালুর নোটিশ দিয়ে পদত্যাগ করেছেন উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এ দিন রাতে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক সাইফুর রহমান বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেন।

তিনি বলেন, উপাচার্য ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

একই সঙ্গে শুক্রবার দুপুরে রেজিস্ট্রার বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড.মো. মামুনুর রশিদ ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. মাহাবুব হোসেন।

এদিকে, শনিবার (১০ আগস্ট) পদত্যাগ করেছেন সহকারী প্রক্টর ও ছাত্র পরামর্শ নির্দেশনা বিভাগের সহকারী পরিচালকগণ। এছাড়া আবাসিক হলগুলোর হল সুপাররাও পদত্যাগ পত্র জমা দিয়েছেন রেজিস্ট্রার অফিসে।

ব্যক্তিগত কারণ দেখিয়ে ইমেইলের মাধ্যমে তারা পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে জানান রেজিস্ট্রার অধ্যাপক ড. সাইফুর রহমান। সবার পদত্যাগ শেষে তিনিও পদত্যাগ করার কথা জানান।

এছাড়াও বিভিন্ন দপ্তরের পরিচালক,সহকারী পরিচালক  ও সহকারী হল সুপারদের পদত্যাগ করার আভাস পাওয়া যাচ্ছে।

এর আগে, গত সোমবার (৫ আগস্ট) শেখ হাসিনা প্রধামন্ত্রীত্ব ছেড়ে ভারতে পালিয়ে যান। ওইদিন রাত সাড়ে ৯টায় একটি গাড়িতে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি ফটক দিয়ে পলায়নের চেষ্টা করেন উপাচার্য। সেখানে তাঁর পথ রোধ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রায় এক ঘণ্টা বাকবিতণ্ডতা শেষে তিনি পুনরায় নিজ বাসভবনে ফিরে যেতে বাধ্য হন। পরে দিবাগত রাত সাড়ে ১২টায় সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় ক্যাম্পাস ত্যাগ করে ঢাকা চলে যান তিনি।

সাবেক এই উপাচার্যের অনুমোদনক্রমে শুক্রবার (৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুর রহমান ক্লাস, পরীক্ষা ও হল খোলার বিষয়ে একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করেন। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৬ আগস্ট দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার এক সরকারি ঘোষণার প্রেক্ষিতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সব শিক্ষা কার্যক্রম (পরীক্ষাসহ) আগামী ১৮ আগস্ট থেকে শুরু হবে। এরই প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ আগামী ১২ আগস্ট থেকে খুলে দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ডরমিটরি নীতিমালা ২০০৩ এর আলোকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে হলসমূহে শিক্ষার্থীদের আবাসন কার্যক্রম চলমান থাকবে। 

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ আগস্ট) ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য, রেজিস্ট্রার, প্রক্টরসহ বিশ্ববিদ্যালয়ের সব দপ্তর প্রধানদের পদত্যাগের আল্টিমেটাম দেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।