দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীরা গতকাল বৃহস্পতিবারের ন্যায় আজও বাজার মনিটরিংয়ের কাজ করেছেন। কোটা সংস্কার আন্দোলনের পর তারা এই কর্যক্রম শুরু করেন। পাশাপাশি শিক্ষার্থীরা সড়ক ও এর আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনাও পরিষ্কার করেন। বিষয়টি বিভিন্ন মহলে প্রসংশিত হয়েছে।
শনিবার (১০ আগস্ট) শিক্ষার্থীদের এ কার্যক্রম পরিচালনা করতে দেখা গেছে।
মাদারীপুর: শহরের পুরান বাজারসহ বিভিন্ন কাঁচাবাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করেন শিক্ষার্থীরা। এদিন তারা ইটেরপুল, কুলপদ্ধি বাজারে গিয়ে দোকানে টাঙানো মূল্য তালিকা ও সেই অনুযায়ী পণ্য বিক্রি হচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। শিক্ষার্থীরা বিক্রেতাদের বেশি দামে পণ্য বিক্রি না করতে অনুরোধ জানিয়েছেন। পাশপাশি কাউকে চাঁদা না দিতেও পরামর্শ দেন।
কুষ্টিয়া: জেলা শহরের পৌর বাজারের প্রতিটি দোকানে মূল্য তালিকা টাঙিয়ে পণ্য বিক্রি করতে দেখা যায় দোকানিদের। মাছ ও মাংসের দোকানিরাও নির্ধারিত দামে ক্রেতাদের মাংস বিক্রি করেছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে সবজি ও মাংস বিক্রি হচ্ছে কিনা বাজারে অবস্থান নিয়ে তা মনিটরিং করছিলেন শিক্ষার্থীরা।
জেলা শহরের পৌর বাজারে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা কাঁচাবাজার, মাছ বাজার, মাংসের বাজারে মূল্য তালিকা টাঙিয়েছেন। তালিকা অনুযায়ী ঠিক দামে মাছ-মাংস ও সবজি বিক্রি হচ্ছে কিনা তারা সে বিষয়টি দেখছেন।
পটুয়াখালী: জেলার কলাপাড়া উপজেলায় বাজার মনিটরিংয়ে কাজ করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ সকাল ১১টার দিকে পৌর শহরের কাঁচাবাজার, মাছ বাজার, মুরগি বাজার ও বিপণিবিতানগুলোতে যান তারা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল ইসলাম। পরে শিক্ষার্থীরা পৌর শহরের বিভিন্ন সড়কে যানজট নিরসনে কাজ করেন।
সাতক্ষীরা: সড়কে শৃঙ্খলা ফেরানো ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পর এবার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার তদারকিতে নামেছেন সাতক্ষীরার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। আজ তারা শহরের সুলতানপুর বড় বাজারে যান। সেখানে তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা দেখেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য পাইকারি বাজারের সিন্ডিকেটকে দায়ী করেছেন বিক্রেতারা।