চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় পূর্ব শত্রুতার জেরে রায়হান আলী (২৮) নামে এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার দুর্লভপুর ইউনিয়নের শেরপুর-ভান্ডার এলাকায় হত্যা করা হয় তাকে।
শনিবার (১০ আগস্ট) শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবানাথ এতথ্য জানান। নিহত রায়হান একই এলাকার মৃত রাজিবুল হকের ছেলে।
স্থানীয়রা জানানা, একটি মোটরসাইকেল ছিনতাইয়ের জেরে রায়হানকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। তার বিরুদ্ধে ডাকাতিসহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনেক অপ্রীতিকর কাজে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে।
ওসি (তদন্ত) সুকোমল চন্দ্র দেবানাথ জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে ডাকাতিসহ বেশ কয়েকটি মামলা আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।