আইন ও অপরাধ

গাজীপুর ও ঢাকা মহানগরের সেনা ক্যাম্পের পরিবর্তিত মোবাইল নম্বর

বর্তমান পরিস্থিতিতে জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা দিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। যে কোনও নাশকতামূলক কর্মকাণ্ড, হানাহানি ও প্রাণনাশের হুমকির সম্মুখীন হলে নিকটস্থ সেনাবাহিনী ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

তবে, গত ৭ আগস্ট জরুরি প্রয়োজনে সেনা ক্যাম্পের সাথে যোগাযোগের জন্য প্রচারকৃত মোবাইল নম্বরসমূহের মধ্যে শুধুমাত্র গাজীপুর ও ঢাকা মহানগরের কিছু সেনা ক্যাম্পের নম্বর পরিবর্তন করা হয়েছে। এসব এলাকাসমূহের জনসাধারণকে নিম্নে প্রদানকৃত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো:

গাজীপুর: ০১৭৮৫-৩৪৯৮৪২ মতিঝিল: ০১৭৬৯০৯২৪৬৪ সেগুনবাগিচা, কাকরাইল, শান্তিনগর, ইস্কাটন: ০১৭৬৯০৯৫৪১৯  রাজারবাগ, পল্টন, গুলিস্তান: ১৭৬৩৯৩৯৮৫৭  পুরান ঢাকা: ০১৭৬৯০৯৩২৬৬ বংশাল ঢাকা: ০১৭৬৯০৯৩২৭০  ডেমরা, যাত্রাবাড়ী ০১৭৬৯০৯৫২০৪, ০১৭৬৯০৯৫২০৫