বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মো. ইউনুস অত্যন্ত সম্মানীয় একজন ব্যক্তি। তিনি বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সব হত্যাকাণ্ডের বিচার হবে। এজন্য এই সরকারকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা করতে হবে। আমরা চাই সবাই মিলে নতুন বাংলাদেশ গড়তে।
শনিবার (১০ আগস্ট) বিকেলে লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত শিক্ষার্থী সাব্বিরের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে, এ্যানি চৌধুরী জেলা বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে নিয়ে সাব্বিরের কবর জিয়ারত করেন। এ সময় তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা হারুনুর রশিদ, সাহাব উদ্দিন সাবু, অ্যাডভোকেট হাছিবুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাব্বিরসহ ৪ শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। একইদিন দুর্বৃত্তদের হামলায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মী নিহত হন।