সারা বাংলা

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ঝুনু’র পদত্যাগ

বগুড়া পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু পদত্যাগ করেছেন। 

শনিবার (১০ আগস্ট) দিবাগত রাতে তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর আগে শনিবার সকালে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে আন্দোলন করে।

বিষয়টি নিশ্চিত করে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার বলেন, শনিবার রাতে এ সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। সভা থেকে তার সাথে যোগাযোগ করা হলে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দেন।

তবে এ বিষয়ে কথা বলতে একাধিকবার অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু’র ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ না করায় যোগাযোগ করা সম্ভব হয়নি।