ক্যাম্পাস

সৈকতের উন্মুক্ত লাইব্রেরি এখন  ‘আবু সাঈদ চত্বর’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান গেটে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত কর্তৃক প্রতিষ্ঠিত উন্মুক্ত লাইব্রেরিটি এখন ‘আবু সাঈদ চত্বর’। 

শনিবার (১০ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী এ নামকরণ করেন।

শিক্ষার্থীরা হলেন- বাংলা বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, ইসলামিক স্টাডিজ বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী মীর ফাহাদ, সমাজকল্যাণ ও গবেষণা বিভাগের শিক্ষার্থী জাহেদ হাসান এবং ২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাঈদ আফ্রিদি।

এ সময় মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ বলেন, ঢাবি ছাত্রলীগ সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত উন্মুক্ত লাইব্রেরিকে মাদক সেবন, চাঁদাবাজি এবং শিক্ষার্থী নির্যাতনের কেন্দ্র বানিয়েছিল। সেটির নাম পরিবর্তন করে আমরা ঢাবির সাধারণ শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের প্রথম শহীদের নামে আবু সাঈদ চত্বর নামকরণ করছি।

শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে এ জায়গাটিকে দলমত নির্বিশেষে সকলের জন্য গ্রহণযোগ্য একটি জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। এ স্থানটিতে জুলাই বিপ্লবে নিহত হওয়া শহীদদের স্মৃতি সংগ্রহশালা হবে বলে জানান মোসাদ্দিক।

উল্লেখ্য, ২০২২ সালের (৯ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান ফটকে উন্মুক্ত লাইব্রেরি প্রতিষ্ঠিত হয়। ব্যক্তিগত উদ্যোগেই এ লাইব্রেরি প্রতিষ্ঠা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত।