অর্থনীতি

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ২ হাজার কোটি টাকার ঘরে

সূচক ঊর্ধ্বমুখী, লেনদেন ২ হাজার কোটি টাকার ঘরে

ড. মুহাম্মদ ইউনূ‌সের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের খবরে দেশের পুঁজিবাজার প্রাণ ফিরে পেয়েছে। ফলে দীর্ঘ মন্দা কাটিয়ে বর্তমান পুঁজিবাজার বাধাহীন গতিতে ছুটে চলছে। এরই ধারাবাহিকতায় চলতি সপ্তাহে পুঁজিবাজারে লেনদেনের প্রথম দিন রোববার (১১ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সূচকের বড় উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শুরু হয়েছে।

পাশাপাশি এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে সূচক বাড়ার পাশাপাশি টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৯১.০৯ পয়েন্ট বেড়ে ৬ হাজার ১৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১০.৩৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৫১.৬২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৮৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৯ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৭৩টি কোম্পানির, কমেছে ২০৭টির এবং অপরিবর্তিত আছে ২০টির।

ডিএসইতে এদিন মোট ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১ হাজার ৬০৬ কোটি ৪৭ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২৮৬.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৪১৮ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ৪৮২.৬৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৮২ পয়েন্টে, শরিয়া সূচক ২৯.৮৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯৬ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ১৩৭.৬৫ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫০৭ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ১৮২টি কোম্পানির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত আছে ১৬টির।

দিন শেষে সিএসইতে ৩০ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ২২ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।