অর্থনীতি

অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থনীতি সমিতির অভিনন্দন

প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ অর্থনীতি সমিতি।

রোববার (১১ আগস্ট) অর্থনীতি সমিতির সভাপতি ও  ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানায়।

সমিতি বলছে, শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের বিরাজমান আর্থ-সামাজিক-রাজনৈতিক বিভিন্ন সমস্যা সমাধান এবং দেশে জনকল্যাণধর্মী উন্নয়ন নিশ্চিত করতে সফল হবে।

বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য ও বিভিন্ন সময় সমিতির কার্যনির্বাহী কমিটিতে থেকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ড. সালেহউদ্দিন আহমেদ সমিতির নানা কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখেছেন। সেজন্য বাংলাদেশ অর্থনীতি সমিতি তাদের কাছে কৃতজ্ঞ বলেও জানিয়েছে বিবৃতিতে।