সারা বাংলা

আহত শিক্ষার্থীদের দেখতে লক্ষ্মীপুর হাসপাতালে জামায়াত নেতারা

বৈষম্য বিরোধী আন্দোলনে আহত শিক্ষার্থীদের দেখতে জামায়াতের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা লক্ষ্মীপুর সদর হাসপাতাল পরিদর্শন করেছেন।

রোববার (১১ আগস্ট) বিকালে হাসপাতাল পরিদর্শনকালে জামায়াতের নেতারা ‘দেশে সংখ্যালঘু ও সংখ্যাগুরু বলতে কিছুই নেই’ বলে মন্তব্য করেন। 

তারা জানান, ‘চলমান সংকট নিরসন এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে জামায়াতের নেতা-কর্মীরা কাজ করছেন। হিন্দু সম্প্রদায়ের বাড়ী ঘর, মন্দির ও তাদের নিরাপত্তায় জামায়াত সক্রিয় অবস্থানে রয়েছে। 

এসময় দলটির পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের চিকিৎসার জন্য অনুদান প্রদান করা হয়। 

হাসপাতালে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিমের নেতৃত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা শাখার আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়া, নায়েবে আমির এ.আর হাফিজ উল্লাহ, সেক্রেটারি ফারুক হোসেন নুরনবী, লক্ষ্মীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা জামায়াতের জয়েন্ট সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ, শহর আমির আবুল ফারাহ নিশানসহ ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

জামায়াত নেতা ডক্টর রেজাউল করিম বলেন, জামায়াতে ইসলামী কখনো প্রতিশোধে বিশ্বাসী না। বিগত বছরে আমাদের উপর নানা জুলুম নির্যাতন করলেও আমরা সবাইকে ক্ষমা করে দিয়েছি। আমরা আশা করছি খুব তাড়াতাড়ি দেশে শান্তি ফিরে আসবে।

এর আগে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সাথে মতবিনিময় শেষে সদর থানা ও শ্যাম সুন্দর জিউর আখড়া (মন্দির) পরিদর্শন করেন জামায়াতের এসব নেতা।