সারা বাংলা

বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত কাউছার স্মরণে শোক মিছিল

লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে গুলিতে নিহত কাউছার ওয়াহেদ বিজয়ের স্মরণে শোক মিছিল করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা। 

রোববার (১১ আগস্ট) লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালন করেন তারা।

শোক মিছিলে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোজাহারুল হক ও সহযোগী অধ্যাপক মো. ফিরোজ আলমসহ বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।

কাউছার লক্ষ্মীপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিল। তিনি সদর উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লী গ্রামের ইসমাইল পাটওয়ারী বাড়ির ইসমাইল হোসেন ফিরোজের ছেলে।

জানা গেছে, গত ৪ আগস্ট সারাদেশের মতো লক্ষ্মীপুরে শিক্ষার্থী-জনতা আন্দোলনে নামে। ওইদিন আওয়ামী লীগের লোকজন শিক্ষার্থী-জনতার আন্দোলনে বাধা দেয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া চলাকালে তমিজ মার্কেট এলাকায় কাউছারসহ ৩ জন শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ছাড়াও এইদিন আন্দোলনরত আরও এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন।

এদিকে লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুল করিমের পদত্যাগসহ ১২ দফা দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। এর মধ্যে এই কলেজের ছাত্র শহীদ কাউসারের নামে একটি লাইব্রেরি অথবা একটি ফটক স্থাপনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।