পারিবারিক কলহের জের ধরে যশোরে ১১ মাস বয়সী শিশু আয়মান হোসেনকে শ্বাসরোধে হত্যা করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বাবা ইমামুল হোসেন (২৮)।
রোববার (১১ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে ঝিকরগাছা উপজেলার শরীফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ইমামুল শরীফপুর গ্রামের আমজাদ গাজীর ছেলে।
স্থানীয়রা জানান, ইমামুল দীর্ঘদিন ধরে বিদেশে ছিলেন। তার স্ত্রী মমতাজ বেগমকে (২৩) তার বাবার বাড়িতে যেতে দিতেন না। বিষয়টি নিয়ে স্ত্রী মমতাজ ও ইমামুলের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে শিশু সন্তানকে রেখে তার মা মমতাজ বেগম বাবার বাড়িতে চলে যায়। পরে রাতে শিশু সন্তানকে গলাটিপে হত্যা করে বাবা ইমামুল রাতের কোনো এক সময়ে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেন।
ইমামুলের মা রহিমা বেগম বলেন, রোববার আমার ছেলে ও তার স্ত্রী শ্বশুর বাড়ি যাওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে শিশুটিকে রেখে বোউমা বাবার বাড়িতে চলে যায়। রাতে শিশুটিকে নিয়ে আমার ছেলে ইমামুল ঘুমাতে যায়। সকালে উঠে দেখি আমার ছেলের মৃত দেহটি রশিতে ঝুলছে। পাশে বিছানায় আমার নাতিও মৃত অবস্থায় পড়ে আছে।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূঁইয়া বলেন, সকালে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। স্ত্রী মমতাজ বেগম বাবার বাড়িতে চলে যাওয়ায় শিশু সন্তানকে তার বাবা হত্যা করে নিজে আত্মহত্যা করেছেন। এছাড়াও অন্য কোনো কারণ আছে কি না তা ক্ষতিয়ে দেখা হচ্ছে।