শিক্ষার্থীদের তোপের মুখে অবশেষে পদত্যাগ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের।
একইসঙ্গে পদত্যাগ করেছেন দুই উপ-উপাচার্য অধ্যাপক ড. সেকান্দর চৌধুরি (প্রশাসনিক) ও অধ্যাপক ড. বেনু কুমার দে (অ্যাকাডেমিক) এবং ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. আলী আজগর চৌধুরী।
সোমবার (১২ আগস্ট) পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ।
এর আগে, গত ২০ মার্চ বিশ্ববিদ্যালয়ের ১৯তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন অধ্যাপক ড. মো. আবু তাহের। গত ১০ আগস্ট শিক্ষার্থীদের দাবির মুখে চবির প্রক্টরিয়াল বডি ও তিনটি হলের প্রাধ্যক্ষগণ পদত্যাগ করে। তবে পদত্যাগ না করে দায়িত্ব পালনে অনঢ় ছিলেন উপাচার্য। পদত্যাগ না করায় রোববার (১১ আগস্ট) উপাচার্যকে চবিতে অবাঞ্ছিত ঘোষণা করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ বলেন, রোববার রাতে উপাচার্য অধ্যাপক ড. মো. আবু তাহের পদত্যাগপত্রটি মেইলে পাঠিয়েছেন। এছাড়া অব্যাহতি চেয়ে রাষ্ট্রপতি বরাবর চিঠি দিয়েছেন তিনি।
দুই উপ-উপাচার্যের পদত্যাগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, দুই উপ-উপাচার্য আজ দুপুর ২টার দিকে আমার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। এর মধ্য দিয়ে তারা দায়িত্ব থেকে অব্যাহতি নিলেন। এছাড়া ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আলী আজগর চৌধুরীও পদত্যাগ করেছেন।