সারা বাংলা

নরসিংদীতে নির্বাচনের লক্ষ্যে মাঠ গোছাচ্ছে বিএনপি 

দীর্ঘ ১৭ বছর পর নির্বাচনের জন্য দল গোছাচ্ছে নরসিংদী জেলা বিএনপি। ওয়ার্ড থেকে ইউনিয়ন, উপজেলা থেকে জেলা সর্বত্রই এখন জেলা বিএনপির নেতারা সক্রিয় হয়ে উঠেছেন। নরসিংদী সদর, শিবপুর উপজেলা, রায়পুরা, পলাশ, মনোহরদীসহ নরসিংদীর ৬টি উপজেলায় মিটিং-মিছিল নিয়ে ব্যস্ত সময় পার করছেন তারা।  

বিএনপির সিনিয়র নেতারা বলছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিপীড়ন-নির্যাতনের মুখে কোণঠাসা হয়ে পড়েছে নরসিংদী জেলা বিএনপি। এখন সর্বোচ্চ শক্তি দিয়ে সাংগঠনিক কার্যক্রম চালাবে, আগামী নির্বাচনে বিজয় নিশ্চিত করতে চায় তারা। 

নরসিংদী জেলা বিএনপি নেতা সারোয়ার হোসেন, রাব্বি খন্দকার, তোফাজ্জল মাস্টার, লিয়াকত হোসেন মন্টু, তানভীর আহমেদ- এরা বলেন, মিথ্যা মামলা-হয়রানিসহ বছরের পর বছর আমরা কারা ভোগ করেছি। ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পরিবার, দলসহ সবকিছু। স্বাধীনভাবে রাজনীতি করতে পারিনি। মত প্রকাশ করতে পারিনি। কোন কিছু হলেই প্রশাসন দিয়ে আমাদেরকে দমিয়ে রাখা হতো। গুম, খুন,  হত্যা চালিয়ে বিভিন্নভাবে করা হতো আমাদের নিপীড়ন-নির্যাতন-অত্যাচার। শান্তিপূর্ণভাবে আমরা একটি সভা পর্যন্ত করতে পারিনি আওয়ামী লীগের সরকারের আমলে। আমাদের অনেক সিনিয়র নেতা রয়েছেন যাদের ৮ থেকে ১০ বছর যাবত মিথ্যা মামলা দিয়ে জেলে পুরে রাখা হয়েছে শুধু আওয়ামী লীগ সরকারের বিপক্ষে কথা বলার জন্য। আমরা এখন সবাই একত্রিত হয়েছি। মিটিং মিছিল সভা নিয়ে ব্যস্ত। আর কেউ রুখতে পারবে না।  আগামী নির্বাচনে ব্যাপক ভোটে নির্বাচিত হবে জাতীয়তাবাদী দল বিএনপি। 

নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী বলেন, এখন প্রত্যেক দিন নরসিংদীর ৬টি উপজেলায় জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন অনুষ্ঠান করছে। তৃণমূলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে জেলা বিএনপিকে শক্তিশালী করার জন্য কাজ করে যাচ্ছি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ দ্বারা আমাদের বহু নেতাকর্মী নিপীড়ন, হত্যা এবং গুমের শিকার।  দুর্নীতিগ্রস্ত  আওয়ামী লীগের মিথ্যা মামলায় আমি নিজেই জেল খেটেছি কয়েকবার। শুধু নরসিংদী জেলায় হাজারের উপর মিথ্যা মামলা দিয়ে আমাদের নেতাকর্মীদেরকে জেলে পুরে রাখা হতো। কতটা দুর্বিষহ দিন কেটেছে এগুলো প্রকাশ করার মতো না। 

তিনি বলেন, মাননীয় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং তারেক জিয়ার নির্দেশনায় নরসিংদী জেলা বিএনপি ব্যাপকভাবে প্রস্তুতি নিচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। দলকে সুসংগঠিত করা হচ্ছে। ভোট চোর আওয়ামী লীগ যেটা করেছে জাতীয়তাবাদী দল বিএনপি সেটা করবে না। মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিএনপি মাঠে আছে, থাকবে। সবার অধিকার নিশ্চিত করবে।