সারা বাংলা

হিলিতে আলপনায় নিহতদের স্মরণ 

শিক্ষার্থীদের রঙ তুলির আঁচড়ে বদলে গেছে দিনাজপুরের হিলি শহরের চিত্র। শহরের বিভিন্ন দেয়াল ও বিলবোর্ডে এসব চিত্র আঁকে বৈষম্যবিরোধী আন্দোলনকারী শহীদদের স্মৃতি ধরে রাখবে তারা। 

সোমবার (১২ আগস্ট) হিলি রেলস্টেশন, গোডাউন মোড়, চারমাথা মোড়, মহিলা কলেজ ও বালিকা বিদ্যালয়ের চারপাশে শহীদদের স্মরণে বিভিন্ন রঙ তুলির আঁচড়ে আলপনা আঁকছে শিক্ষার্থীরা। 

শিক্ষার্থীরা বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন করতে গিয়ে আমাদের অনেক ভাইয়েরা শহীদ হয়েছেন। তাদের আন্দোলন ছিলো নতুন করে দেশ স্বাধীনতার আন্দোলন। আমার ভাইয়েরা নিজের জীবন দিয়ে আবারও নতুন করে দেশকে স্বাধীন করেছে। তাদের ঋণ বা ত্যাগ আমরা ভুলবো না। তাই আমরা তাদের স্মরণে শহরের বিভিন্ন স্থানে আলপনা আঁকছি। আগামী প্রজন্মরা যেন এই আলপনা দেখে শহীদ ভাইদের স্মরণ করে এবং মনে রাখে। 

তারা আরও বলেন, আমরা এখন স্বাধীন দেশে বসবাস করছি। তাই যে যেখানে আছে সেখান থেকে নিজ এলাকাকে সংস্কার করতে হবে। সকল দুর্নীতি দুর করতে হবে। আমরা নিজ শহরকে পরিষ্কার করছি, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে বাজার মনিটরিং করছি এবং শহরে যানজট নিরসনে মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছি। আমরা সুন্দর একটা সমাজ তথা দেশ তৈরি করবো।