পুঁজিবাজারে বিমা খাতে তালিকাভুক্ত কোম্পানি সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ সভার নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদ সভা আগামী ১৯ আগস্ট বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৩ আগস্ট) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় কোম্পানির ৩১ ডিসেম্বর, ২০২৩ সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ সদস্যরা এই প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি। সভা থেকে প্রথমবারের মত শেয়ারহোল্ডারদের জন্য আসতে পারে লভ্যাংশের ঘোষণা।
এছাড়া একই দিনে কোম্পানির ২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।