৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর ঢাকা আইনজীবী সমিতির নির্বাচিত ২৩ কর্মকর্তা আদালতে আসছেন না। এজন্য সমিতির সকল কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ অবস্থায় জরুরি তলবি সভা ডেকেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১টায় ঢাকা আইনজীবী সমিতি ভবনের চতুর্থ তলায় এ সভা ডাকা হয়। ঢাকা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মকবুল হোসেন ফকির এ সভা তলব করেন।
সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী বিষয়টি সাংবাদিকদের জানান।
তিনি বলেন, যেহেতু বারের বিতর্কিত নির্বাচনে নির্বাচিত ২৩ কর্মকর্তা পলাতক আছেন। তাদের অনুপস্থিতিতে বারের কার্যক্রম বন্ধ আছে। সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড থমকে গেছে ও বার পরিচালনায় অচলাবস্থা দেখা দিয়েছে। তাই বারের স্বার্থে তিনি ঢাকা আইনজীবীর সংবিধানের ১৬(গ) অনুচ্ছেদ মোতাবেক এ জরুরি সভা তলব করেছেন।
এদিকে, আওয়ামী লীগ সরকারের আমলের সকল সন্ত্রাস, জামিন বাণিজ্য ও ভোট চুরির প্রতিবাদে প্রতিদিনই ঢাকা আইনজীবী সমিতির সামনে বিক্ষোভ করছেন ঢাকা বারের বিএনপিপন্থি আইনজীবীরা।