হামাসের সশস্ত্র শাকা আল-কাসাম ব্রিগেড ইসরায়েলের তেল আবিব এবং এর শহরতলিতে রকেট হামলা চালিয়েছে। মঙ্গলবার গোষ্ঠটি জানিয়েছে, তারা দুটি এমন৯০ রকেট দিয়ে এই হামলা চালিয়েছে।
ইসরায়েলি বিমান বাহিনী অবশ্য জানিয়েছে,‘কিছুক্ষণ আগে একটি হামলা শনাক্ত করা হয়েছিল যেটি গাজা উপত্যকাার অঞ্চল অতিক্রম করে দেশের কেন্দ্রে সামুদ্রিক আকাশসীমায় পড়েছিল। কোনও নীতি সতর্কতা জারি করা হয়নি। একই সময়ে, আরেকটি লঞ্চ সনাক্ত করা হয়েছিল যেটি ইসরায়েল অতিক্রম করেনি।’
ইসরায়েলের সংবাদমাধ্যম জানিয়েছে, তেল আবিবে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।