সারা বাংলা

কক্সবাজার সৈকতে আবার ভেসে আসছে বর্জ্য

কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে আবার ভেসে আসছে নানা ধরনের বর্জ্য। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে জোয়ারের সময় বর্জ্য ভেসে আসে।

বিচকর্মী মাহবুব আলম বলেন, সৈকতের বিভিন্ন পয়েন্টে জোয়ারের সঙ্গে গাছের টুকরা, বাঁশের শেকড়, পোড়া কাঠ ও খড় ভেসে এসেছে। পরিচ্ছন্নতা কর্মীরা বর্জ্য অপসারণ শুরু করেছেন।

এ বিষয়ে জানতে বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে, ২০২৩ সালে মার্চ মাসে টানা কয়েকদিন একই ধরণের বর্জ্য সৈকতে ভেসে এসেছিল।

সে সময় বাংলাদেশ সমুদ্র গবেষণা ইন্সটিটিউটের (বোরি) দায়িত্বে থাকা মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ও সমুদ্রবিজ্ঞানী সাঈদ মাহমুদ বেলাল হায়দর বলেছিলেন, সমুদ্রে নিম্নচাপ, বায়ুপ্রবাহ, পানির ঘূর্ণায়ন (এডি), সমুদ্রের পানির গতি প্রবাহসহ সমুদ্রপৃষ্ঠের ধরণের ওপর ভিত্তি করে সমুদ্র উপকূলের নির্দিষ্ট কিছু জায়গায় ভাসমান প্লাস্টিকসহ ও অন্যান্য বর্জ্য জমা হয়েছে। নিম্নচাপে জোয়ারের সময় সমুদ্রের উপরিপৃষ্ঠের পানি অতিমাত্রায় বেড়ে গিয়ে ফুলে উঠে এবং ঘূর্ণনের ফলে সেসব বর্জ্য সৈকতে ভেসে আসে।