সারা বাংলা

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে গোপালগঞ্জে আইনজীবী সমিতির বিক্ষোভ

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে ও অবিলম্বে দেশে ফিরিয়ে আনার দাবীতে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আইনজীবী সমিতি।

বুধবার (১৪ আগস্ট) দুপুরে জেলা আইনজীবী সমিতির সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে আইনজীবীরা। মিছিলটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে বঙ্গবন্ধু সড়কের উপর দাঁড়িয়ে হাতে হাত ধরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এম.এম নাসির আহমেদ, সাধারণ সম্পাদক এম. জুলকদর রহমানসহ অনেকে বক্তব্য রাখেন। 

এ সময় বক্তারা শেখ হাসিনাকে হত্যা মামলার আসামি করায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ষড়যন্ত্র করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রীর পদ থেকে ও দেশত্যাগে বাধ্য করানো হয়েছে। দ্রুত শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার দাবি জানান বক্তারা।